প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন আগেই নগ্ন ছবি বিতর্কে ফেঁসেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। আরও একবার নেটিজেনদের রোষানলে পড়লেন এই অভিনেতা। রণবীরের বিলাসবহুল গাড়ি কেনার শখ। তার সংগ্রহে আছে অনেক গাড়ি। সম্প্রতি অভিনেতাকে মুম্বাই এয়ারপোর্টে অ্যাস্টন মার্টিন চালাতে দেখা গেছে। বেশ কয়েকবছর আগে কেনা এই গাড়িটি গতবছর রঙ করিয়েছিলেন অভিনেতা। রণবীরের অ্যাস্টন মার্টিন চালানোর ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপত্তি বাঁধে।
মূল ঘটনা হলো, গত ১৪ অক্টোবর বিলাসবহুল অ্যাস্টন মার্টিন চালিয়ে মুম্বাই এয়ারপোর্টে হাজির হন ‘বাজিরাও মাস্তানি’ তারকা। বেশ আগে গাড়িটি কেনেন রণবীর, যার বাজারমূল্য প্রায় চার কোটি রুপি। গত বছর এই গাড়ির নতুন রং করান। সবকিছু ঠিকই ছিল। কিন্তু এক নেটিজেন অভিযোগ তুলেছেন— গাড়িটির বীমার মেয়াদ শেষ হয়ে গেছে।
গৌতম নামে এই নেটিজেন এয়ারপোর্টে তোলা গাড়িটির ছবি টুইটারে পোস্ট করে লিখেন, ‘রণবীরের ৩ কোটি ৯০ লাখ রুপি মূল্যের এই অ্যাস্টন মার্টিনের বীমার মেয়াদ শেষ হয়েছে বহু আগে। মেয়াদোত্তীর্ণ বীমার গাড়ি নিয়েই দিব্বি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন রণবীর।’
প্রমাণ স্বরূপ রণবীরের গাড়ির একটি বিবরণীর স্ক্রিনশট পোস্ট করেছেন গৌতম। তাতে দেখা যায়, রণবীরের ওই গাড়ির বীমার মেয়াদ ২০২০ সালের ২৮ জুন শেষ হয়েছে। মুম্বাই পুলিশের দৃষ্টি আর্কষণ করে গৌতম লিখেন— ‘মুম্বাই পুলিশ দয়া করে কঠোর ব্যবস্থা নিন রণবীর সিংয়ের বিরুদ্ধে।’
পোস্টটি দৃষ্টি এড়ায়নি মুম্বাই পুলিশের। তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে গৌতমের পোস্টে মন্তব্য করে সংশ্লিষ্টরা। আশ্বত করে পুলিশ বলেন, ‘বিষয়টি ট্রাফিক বিভাগকে অবগত করা হয়েছে।’
তবে নেটিজেনদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রণবীরের টিম। মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করা হয় এবিষয়ে। সেখানে বলা হয়েছে গাড়িটির বীমা করা আছে। এই বিষয় সংশ্লিষ্ট নথির ছবিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় জুলাই মাসেই বীমা নবায়ন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।