Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাথরঘাটায় সড়ক দূর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৭:৩৮ পিএম

বরগুনার পাথরঘাটায় মালবাহী টমটম ও ব্যাটারি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন মা পারুল বেগম (৩৫) এবং তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)।

১২ অক্টোবর বুধবার বিকালে পাথরঘাটার রায়হাপুর ইউনিয়নের
লেমুয়া-শতকর সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন বিষয়টির বিস্তারিত একটু পরে জানতে পারব।
দুর্ঘটনায় রক্তাক্ত মা ও সন্তানকে এলাকাবাসী
উদ্ধার করে প্রথমে রায়হানপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন তাদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন, মঠবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিকেল ৪ টার দিকে লাশ মঠবাড়িয়া থেকে বরগুনায় নিয়ে যাওয়া হয়।
নিহত পারুল ও আব্দুল্লাহ্ বরগুনা জেলার আমতলী উপজেলাধীন সোনাখালী গ্রামের মো. হিরন মিয়ার স্ত্রী ও শিশুপুত্র।
ঘটনার সময় পারুল বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী এলাকায় তার ননদের বাড়ি (বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের বাড়ি) যাচ্ছিলেন। দুর্ঘটনার আগে বাইনচটকি ফেরীঘাট থেকে ইজিবাইক যোগে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের নাচনাপাড়ার বটতলা বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী টমটমের সঙ্গে সংঘর্ষে তারা মারা যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

জানতে চাইলে রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম বলেন উভয় গাড়ি ও হেলপার এবং ড্রাইভারসহ চারজনকে অাটক করে পুলিশের মাধ্যমে পাথরঘাটা থানায় সোপের্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ