Inqilab Logo

শুক্রবার , ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বাসে নারীরা এখনো অনিরাপদ

চিঠিপত্র

মো. আল-আমিন | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঢাকা শহরে যাতায়াত মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাস। বাসে শুধু পুরুষরা নয়, বরং নারীরাও এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে থাকে। বাসে নারীদের এবং পুরুষদের ভিন্ন সিট রয়েছে। নারীদের ভিন্ন সিট থাকা সত্তে¡ও অনেক সময় নির্ধারিত সিটের নারীদের সংখ্যা বেশি হলে বাধ্য হয়ে তাদের পুরুষদের সিটে বসতে হয়। ফলে কিছু অসচ্চরিত্রের পুরুষদের দ্বারা নারীদের উত্ত্যক্ত হতে হয়। আর এ ধরনের কর্মকান্ড দিনদিন বেড়েই চলছে। আইনের যথাযথ প্রয়োগের অভাবে এরা দিনদিন সাহস পেয়ে যাচ্ছে। তাই যারা এ ধরনের কর্মকান্ড করে অর্থাৎ যাত্রাপথে নারীদের উত্ত্যক্ত করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তাহলেই যাত্রাপথে নারীদের উত্যক্ত করা অনেকটাই কমে যাবে এবং নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

শিক্ষার্থী, ঢাকা কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ