Inqilab Logo

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

ঢাবির সমার্বতনে বৈষম্য

খোরশেদ আলম | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:২১ এএম

ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের কথা বলছি, যেসব কলেজকে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিভুক্ত করা হয়। সবাই মনে করছিল, এটা হলে হয়তো ভালো হবে। কিন্তু এখন অনেক ক্ষেত্রে সাত কলেজ বিভিন্ন বৈষম্যে শিকার হচ্ছে। পরীক্ষার বিড়ম্বনা ,ফল প্রকাশের দীর্ঘ সময় লাগাসহ নানাবিধ সমস্যার শিকার হচ্ছে এই কলেজগুলোর শিক্ষার্থীরা। সর্বশেষ যে বৈষম্যটা শিক্ষর্থীদের বেশি হতাশা করে তুলছে, সেটা হলো ডিজিটাল সমাবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজসহ বর্তমানে ১০৫টি অধিভুক্ত কলেজ আছে। অন্যান্য সকল কলেজের শিক্ষার্থীদের সরাসরি সমাবর্তন দিলেও সাত কলেজকে দেওয়া হয় আলাদাভাবে ডিজিটাল সমার্বতন, যা বৈষম্যের চরম পর্যায়কে ইঙ্গিত করে। এরূপ দ্বিমুখীনীতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আশা করা যায় না। স¤প্রতি ৫৩তম সমার্বতনের তারিখ ঘোষণা হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এই বৈষম্য দূর করে ঢাবির সাথে সম্ভব না হলেও সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে সমার্বতন করার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন