Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ৪:৩৮ পিএম

 আজ ৬ অক্টোবর'২২ দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে পুকুরে ডুবে জিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের হাসান আলীর ছেলে ও সুলতানপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় অসাবধানতাবশত জিসান পানিতে পড়ে ডুবে যায়। এদৃশ্য প্রত্যক্ষ করে জিসানের সঙ্গী পরিবারকে খবর দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে। জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এদিকে জিসানের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ