Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ বাঁচাতে সরকারি অফিসের টয়লেটে গরম পানি বন্ধ করছে ফ্রান্স

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১১:৪৮ এএম

ফ্রান্সের সরকারি সব অফিসের টয়লেটে গরম পানির সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে সুইমিংপুলগুলোতে পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াম কমিয়ে আনতে বলা হয়েছে। জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শীত মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট বা গ্যাসের ঘাটতি মোকাবিলায় আগাম এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থা নিতে হচ্ছে ফ্রান্সকে।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রশাসনিক ভবনগুলোতে শুধু গরম পানির যে বিদ্যুৎ বিল আসে তা ফ্রান্সের সরকারি মোট বিদ্যুৎ বিলের ১০ শতাংশ। এসব ভবনগুলোতে ৫০ লাখের বেশি মানুষ কাজ করেন।

ইউরোপে চলমান সংকটের কারণে জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স। চার ঘণ্টার কম সময়ে পৌঁছানো যায় এমন দূরত্ব ভ্রমণে প্লেন বা ব্যক্তিগত গাড়ি বেছে না নিয়ে ট্রেনে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ