Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্ত্বঃসত্ত্বা নারীদের জন্য আলিয়ার ‘এডা মাম্মা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১১:৩৬ এএম

অন্ত্বঃসত্ত্বা অবস্থায় নিজের সম্মুখীন হওয়া সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়েই নতুন একটি ম্যাটার্নিটি ওয়্যার লাইন চালু করতে চলেছেন আলিয়া ভাট। নতুন এই ওয়্যার লাইনে পাওয়া যাবে অন্ত্বঃসত্ত্বা মহিলাদের জন্য উপযুক্ত পোশাক। পোশাক ব্র্যান্ডটির নাম দেওয়া হয়েছে ‘এডা মাম্মা’। এরই মধ্যে নিজের এই পোশাক ব্র্যান্ডের জন্য ফটোশ্যুটও করেছেন নায়িকা।

ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ধারণ করা ভিডিও পোস্ট করে ক্যাপশনে আলিয়া লিখেছেন- ‘নতুন মায়েদের জন্য অনেক ভালোবাসা নিয়ে ১৪ অক্টোবর আসছে এডা মাম্মা মেটারনিটি ওয়্যার।’

তবে জানা গেছে, ‘এডা মাম্মা’ ব্র্যান্ডটির উদ্বোধন হয় বছর দুই আগে। তখন শিশুদের জন্য এই ব্র্যান্ডের পোশাক এনেছিলেন আলিয়া।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই ম্যাটার্নিটি ওয়্যার লাইন চালুর ঘোষণা দিয়ে আলিয়া বলেন, ‘দুই বছর আগে আমি বাচ্চাদের জন্য পোশাক লঞ্চ করেছিলাম। সবাই সে সময় আমাকে জিজ্ঞেস করেছিল, বাচ্চাদের পোশাক কেন লঞ্চ করলাম আমি। আমার তো বাচ্চাই নেই। কিন্তু এখন আমি আমার নিজস্ব ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করতে চলেছি। এবার নিশ্চয়ই কেউ আমাকে কারণ জিজ্ঞেস করবেন না।’

তিনি আরো বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিভূত হয়ে গেলাম। এ সময়টা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। কয়েক মাস পর আমার শারীরিক গঠন বদলে যাবে। এ সময়টার জন্য সঠিক পোশাক বাছাই করাও কঠিন। তখন আমার অনেক কিছু মনে হচ্ছিল। আমি ভাবছিলাম, আমি যে ব্র্যান্ডের পোশাক পরি সেখান থেকেই বড় সাইজের পোশাক কিনে নেবো। আরেকভার ভাবি, রণবীরের ওয়ারড্রবে হাতড়ানোর কথা। গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তন এলেও যে স্টাইল করা যাবে না, তা তো নয়! এসব কথা ভেবেই অন্তঃসত্ত্বা নারীদের জন্য এ পোশাক ব্র্যান্ড নিয়ে আসছি।’

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে রনবীর কাপুরের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন স্টুডেন্ট অব দ্য ইয়ারখ্যাত তারকা। বিয়ের তিন মাস না যেতেই মা হতে যাওয়ার ঘোষনা দেন আলিয়া। অন্ত্বঃসত্ত্বা অবস্থাতেই চুটিয়ে কাজও করেছেন আলিয়া। কিন্তু সমস্যাটা হয়েছে সেখানেই। কাজ করতে দারুণ উপভোগ করলেও আলিয়াকে সমস্যায় পড়তে হয়েছে পোশাক নিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ