প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় বলিউড নির্মাতা করন জোহর। ক্যামেরার সামনে সব সময় হাস্যজ্জ্বল থাকলেও টানা ৫ বছর ধরে অবসাদে ভুগেছেন তিনি।
সম্প্রতি তার ‘কফি উইথ করন’ টক শো-তে করন জোহর বলেন, ‘আমি মানসিক অবসাদ ও হতাশায় ডুবে গিয়েছিলাম। টানা ৫ বছর ধরে এটির সঙ্গে লড়াই করেছি। চিকিৎসকের পরামর্শ নিতাম। আমাকে চিকিৎসক বলেছিলেন, আমি নাকি সবকিছুকে অনেক বেশি মজ্জাগত করে ফেলেছি। আমাকে সবকিছু থেকে বেরিয়ে আসতে বলেছিলেন।’
এখন অনেকটাই সুস্থ বলে জানান করন। যতটা সম্ভব নেতিবাচকতাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করেন। তবে তার সন্তানদের নিয়ে কটাক্ষ করার বিষয়টি মেনে নিতে পারেন না তিনি। এই নির্মাতা বলেন, ‘আমার সেক্সচুয়ালিটি নিয়ে লোকে ঠাট্টা করে। আমি এখন সব কটাক্ষকে উড়িয়ে দিই। কিন্তু আমার কষ্ট লাগে যখন দেখি আমার সন্তানদের নিয়েও কটাক্ষ করা বন্ধ হচ্ছে না। এটা আমাকে এখনো খুবই বিরক্ত করে।’
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই আলোচনায় থাকেন করন জোহর। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে ঘিরে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এজন্য প্রায়ই নেটিজেনদের রোষানলে পড়েন এই নির্মাতা। শুধু তাই নয়, বলিউডের প্রথম সারির অনেক তারকাও তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।