Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪২ পিএম

হাতিয়ার হরণী ইউনিয়নে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।

নিহত জিল্লাল হোসেন (৩৭) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউরিয়নের চর জগবন্ধু গ্রামে আবদুল খালেকের ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট বালুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাহাদাত জানান, দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে চেয়ারম্যান ঘাটে আসেন জিল্লাল হোসেন। দুপুর সোয়া ২টার দিকে ঘাটে মাছ নামিয়ে পাশ্ববর্তী বালুর মাঠ হয়ে ট্রলারে যাচ্ছিল তিন জেলে। এসময় হঠাৎ করে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান জিল্লাল হোসেন।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের মৃতদেহ তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ