প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁয় ডিনার করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে অবস্থিত প্রিয়াঙ্কার সোনা রেস্তোরাঁয় ডিনার করেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম পেজসিক্স ডটকম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ নির্বাচন করেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বরেণ্য বক্সার মাইক টাইসন, প্রিয়াঙ্কার দেবর জো জোনাস ও তার স্ত্রী সোফিয়া টার্নারসহ অনেকে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘আনন্দঘন একটি সন্ধ্যা কাটিয়েছেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। বন্ধুদের সঙ্গে তারা হাসি-ঠাট্টায় মেতেছিলেন।’
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই রেস্তোরাঁটি খুলেছেন এই অভিনেত্রী। নিউ ইয়র্কে অবস্থিত এই রেস্তোরাঁর যাত্রা শুরু করেন গত বছরের ৬ মার্চ। ভারতীয় নানা পদের খাবার এ রেস্তোরাঁয় পাওয়া যায়। বিল ক্লিনটন ও হিলারি ভারতীয় খাবারের খুব ভক্ত বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।