Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নের কাছ থেকে শিখতে চান তানভির

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : লেগ স্পিনারের প্রয়োজন অনুভব করেছেন কোচ। তার সেই চাওয়া পূরণ করতে নিউজিল্যান্ড সফরের ঘোষিত দলে লেগ স্পিনার কোটায় তানভীর হায়দারকে মনোনীত করেছেন নির্বাচক মÐলী। বিপিএলকে সামনে রেখে ইনজুরিতে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছিল তানভীরের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর। তবে সুস্থ হয়ে উঠে বিপিএলে তাকে পরখ করে দেখে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত দলে তানভীরকে রেখেছে নির্বাচকরা। এই প্রথম লেগ স্পিন অল রাউন্ডার তানভীর হায়দার বাংলাদেশ দলের সদস্য হয়ে সফর করছেন বলে একটু বেশি শিহরণ অনুভব করছেন। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে সিডনিতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালে দেখা করতে চান তিনি বিশ্বসেরা লেগ স্পিনার শেণ ওয়ার্নের সঙ্গে। এই অজি লিজেন্ডারীর কাছ থেকে শিখতে চান অনেক কিছুÑ ‘শেন ওয়ার্নের দেখা হলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমি চেষ্টাও করবো ওনার সাথে দেখা করতে। টিম ম্যানেজমেন্টকে বলে সেই সুযোগটাই নিতে চাই। তাহলে আমার অনেক উপকার হবে। উনি যা কিছু শিখছেন, বা জানেন আমি ওগুলো নেওয়ার চেষ্টা করবো।’
লেগ স্পিনে বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন শেন ওয়ার্ন। লেগ স্পিনার হিসেবে তানভীরের কাছেও ওয়ার্ন তাই বিস্ময় মানব। এই বিস্ময় মানব যে সব ডেলিভারী দিতে পারতেন,তা শিখতে এবং প্রয়োগ করতে চান তানভীরÑ ‘শেন ওয়ার্ন পাঁচ-ছয় রকমের বোলিং করতে পারত। সেখানে আমি তিন-চার রকম পারি। আমার ম্যাচ টেম্পারম্যান্টট বেশি দরকার। ম্যাচে তিনি কিভাবে বোলিংয়ের ক প্লান করতেন, ফিল্ডিং কিভাবে সেট করতেন সেগুলো আমি ওনার মুখ থেকে শুনতে চাই।’ টেস্টের জন্যই মূলত: স্কোয়াডে চমক তানভীর হায়দার। তা নিজেও ভালো জানেন। যার ব্যক্তিগত পছন্দে প্রথমবারের মতো বাংলাদেশ দলে পেয়েছেন সুযোগ, সেই হেড কোচ হাতুরুসিংহের নির্দেশনাও জেনে গেছেন ইতোমধ্যে। বাগাতে হবে সামর্থ, হতে হবে নিখুঁত, হেড কোচের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চান তানভীর হায়দারÑ ‘হাতুরুসিংহে বলেছেন, তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমার সামর্থ আরও বাড়াতে হবে। উপমহাদেশে খেললে দিনে ২০ থেকে ২৫ ওভার বোলিংয়ে পার করতে হবে। তার জন্য যতোটা ফিটনেস দরকার,তা আনতে হবে। হতে হবে আরো নিখুঁত।’
যে দর্শনে করছেন বোলিং, সুযোগ পেলে আন্তর্জাতিক ম্যাচে করবেন বোলিং, সে দর্শনের কথা জানিয়েছেন তিনিÑ ‘জায়গায় বল করত পারলে যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনে মারতে গিয়ে ব্যাটসম্যানের আউট হওয়ার সুযোগ থাকবে। ভালো জায়গায় বল করতে চাইব তাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ার্ন

১৭ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ