Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইলের বিশ্বরেকর্ড ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০১ এএম

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে নামলেই নতুন নতুন কীর্তি। আগের দিন নিজের সাবেক ক্লাব সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে জ্বলে উঠে গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি সংস্করণে এখন সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার রেকর্ডে ক্রিস গেইলকে টপকে গেলেন এ অজি ক্রিকেটার। একই সঙ্গে এদিন ৪০০ ছক্কার মাইলফলকও ছুঁয়েছেন তিনি। মুম্বাইয়ে আগের দিন আইপিএলের ম্যাচে হায়দারাবাদের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। তাতে ২১ রানের জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দারাবাদ।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক হলেন ওয়ার্নার। মোট ৮৯টি অর্ধশতরান করেছেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। তার হাফসেঞ্চুরি সংখ্যা ছিল ৮৮টি। ৭৭টি হাফসেঞ্চুরি নিয়ে এই তালিকায় তিনে রয়েছেন বিরাট কোহলি। এছাড়া অ্যারন ফিঞ্চের ৭০টি ও রোহিত শর্মার ৬৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। এছাড়া সেঞ্চুরি বঞ্চিত ম্যাচে আরেকটি কীর্তি গড়েছেন ওয়ার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন। মাইলফলক ছুঁতে ওয়ার্নারের প্রয়োজন ছিল দুটি ছক্কার। অষ্টম ওভারে এইডেন মার্করামের বলে লং অন সীমানার ওপর দিয়ে উড়িয়ে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছান এ অজি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার তৃতীয় ও সব মিলিয়ে দশম ব্যাটার হিসেবে এ সংস্করণে চারশ ছক্কার ক্লাবে নাম লেখালেন ওয়ার্নার। ১ হাজার ৫৬ ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গেইলের বিশ্বরেকর্ড ওয়ার্নারের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ