নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জীবনকে উপভোগ করেছেন পুরোদমে। যেখানেই গেছেন, পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন, হোক তা খেলার মাঠে, ধারাভাষ্যকক্ষে কিংবা পানশালায়। সেই মানুষটার শেষকৃত্য হলো নিভৃতে, অনেকটাই গোপনে। গতকাল মেলবোর্নের সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা মিলে বিদায় জানিয়েছেন শেন ওয়ার্নকে। তার তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার ছিলেন শেষকৃত্যে। কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন হাজির হয়েছিলেন পারিবারিক এই আয়োজনে। ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় লেগ স্পিন কিংবদন্তির। ৩০ মার্চ তার প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় এক শেষকৃত্যের আয়োজন করা হবে। সে উপলক্ষে ৫০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে। এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামও বদলে তার নামে করা হবে। তবে পরিবার ও কাছের মানুষদের তাঁদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানানোর সুযোগ করা হয়েছিল গতকাল। সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডার উপস্থিত ছিলেন। মার্ভ হিউজ ছিলেন, ছিলেন ইয়ান হিলি। সর্বজয়ী দলে ওয়ার্নের সঙ্গী মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রা ছিলেন। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন পারিবারিক এই আয়োজনে। মাঠের প্রবল প্রতিপক্ষ ও বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন। ওয়ার্নের প্রিয় সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে আয়োজিত শেষকৃত্যে স্তুতি বাক্য পাঠ করেছেন তার বন্ধু ও টিভি ব্যক্তিত্ব এডি ম্যাকগ্যায়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।