Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দলে স্মিথের থাকা নিয়ে ওয়ার্নের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর টিম সিলেকশন নিয়ে সমালোচনা করেছেন শেন ওয়ার্ন। নির্দিষ্ট করে স্টিভ স্মিথের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তার জিজ্ঞাসা, ওই ম্যাচে মিচেল মার্শ কেন ছিলেন না!
টুইটারে কিংবদন্তি লেগ স্পিনার বলেছেন, ‘অস্ট্রেলিয়ার টিম সিলেকশন দেখে হতাশ হয়েছি। মার্শকে বাদ দেওয়া হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলকেও বা কেন পাওয়ার প্লেতে আনা হলো। তাকে সব সময় পাওয়ার প্লের পরে নামানো উচিত।’
পুরো ম্যাচের কৌশল নিয়েই ক্ষুব্ধ দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। স্মিথের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘তখন ম্যাক্সওয়েলের জায়গায় স্টয়নিসের যাওয়া উচিত ছিল। খুবই বাজে কৌশল অজিদের। আমি স্মিথকে খুবই পছন্দ করি কিন্তু টি-টোয়েন্টি দলে ওর থাকা উচিত নয়। সেখানে মার্শের থাকা উচিত।’
লংগার ভার্সনে দুর্দান্ত পারফর্মার হলেও ইংল্যান্ডের বিপক্ষে ধুঁকতে দেখা গেছে স্মিথকে। ৫ বলে করেছেন ১ রান। এ জন্যই স্মিথের সমালোচনায় মুখর ছিলেন ওয়ার্ন। টুর্নামেন্টে পাকিস্তান ও ইংল্যান্ডের অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখে অজি কিংবদন্তির পরামর্শ, ‘পাকিস্তান ও ইংল্যান্ড দেখাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট কীভাবে খেলতে হয়। অস্ট্রেলিয়ার উচিত তাদের চিন্তা-চেতনা ও খেলার ধরণে পরিবর্তন আনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ার্নের প্রশ্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ