Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেন ওয়ার্নের মৃত্যুতে লারা-শচীনদের অনুভূতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১:১২ পিএম

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন না ফেরার দেশে চলে গেলেন । মাত্র ৫২ বছর বয়সে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে থাইল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়ার্নের অকাল মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে পড়ে। সামাজিক যোগযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই শোক প্রকাশ করছেন। -ক্রিকইনফো।

খেলার মাঠে ওয়ার্নের সঙ্গে যার দ্বৈরথ ছিল সেই ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ওয়ার্নের মৃত্যুর খবর ভীষণভাবে পীড়িত করেছে। শচীন লেখেন, শোকাহত, হতবাক ও পীড়িত। তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহূর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল। এত কম বয়েসে চলে গেলে!

ক্যারাবিয়ান কিংবদন্তী ব্রান চার্লস লারা বন্ধুর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি লেখেন, হৃদয়টা ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে হারালাম। তার পরিবারকে আমার সমাবেদনা জানাই। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে খুব মিস করব। শ্রীলঙ্কার সাবেক ইউকেট কিপার কুমার সাঙ্গাকারা লেখন, বন্ধু ও লিজেন্ডে শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ