বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে রাতুল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু
হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশিমুল ইউনিয়নের মালাকোচা
গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল ওই গ্রামের আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাতুলের বাড়ির পাশে সেলিম মিয়ার
পানির পাম্প উদ্বোধন উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়। মিলাদে অংশ নেয়
রাতুলসহ স্থানীয়রা। মিলাদের পরেই শুরু হয় বৃষ্টি, সাথে বজ্রপাত। এসময়
হঠাৎ রাতুলের শরীরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায়
নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া। এ ঘটনার পর পরই শ্রীবরদী উপজেলা
নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে
শান্তনা দেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: হামিদ সোহাগ বলেন, ঘটনাটি খুবই
দু:জনক। পরবর্তীতে পরিষদের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায়
একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।