মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ পুর্নদখল করায় নিজ দেশের সেনাবাহিনীকে ‘বীর’ বলে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার ইউক্রেনের ইজিয়াম শহর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, আমাদের দেশের ভূখণ্ড সাময়িকভাবে দখল করা সম্ভব। তবে আমাদের জনগণ, ইউক্রেনীয় জনগণকে দখল করা অবশ্যই অসম্ভব।
আগে যখন আমরা উপরে তাকাতাম, সবসময় নীল আকাশ ও সূর্য দেখতাম। আর আজ আমরা যখন উপরের দিকে তাকায় তখন একটি জিনিস খুঁজি, তা হল আমাদের রাষ্ট্রের পতাকা। আর অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলের লোকেরা বর্তমানে এটাই খুঁজে পেয়েছে। এর মানে এখানে বীররা রয়েছে। আর শত্রু চলে গেছে, তারা পালিয়ে গেছে।
খারকিভের কুপিয়ানস্ক শহরটি আরেক গুরুত্বপূর্ণ শহর ইজিয়ামের কাছে অবস্থিত। সম্প্রতি রাশিয়ার সেনাদের হটিয়ে ইউক্রেন সেরারা এই শহরটি পুর্নদখল করে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।