Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোষা ক্যাঙ্গারুর আক্রমণে মালিক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ২:৪১ পিএম

ক্যাঙ্গারুকে পোষ মানিয়েছিলেন অস্ট্রেলিয়ার পার্থ অঞ্চলের এক ব্যক্তি। দীর্ঘদিন পরম যত্নে লালন পালন করেছিলেন প্রাণীটিকে। অবশেষে সেই পোষা ক্যাঙ্গারুর আক্রমণেই প্রাণ দিতে হল তাকে।
পুলিশ জানিয়েছে, ‘সোমবার পার্থ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণের রেডমন্ডে গুরুতর জখম অবস্থায় ৭৭ বছর বয়সী এক ব্যক্তিকে বাড়িতে পড়ে থাকতে দেখেন বলে জানায় তার এক আত্মীয়।
যখন প্যারা মেডিকেল দল তার বাড়িতে পৌছায় তখন ক্যাঙ্গারুরা ওই লোকটিকে চিকিৎসা করতে বাধা দেয়। এসময় ক্যাঙ্গরুদের ঠেকাতে পুলিশকে গুলি করতে হয়েছে। ’
পুলিশ নিশ্চিত করেছে, পোষা প্রাণী হিসেবে পালন করা ক্যাঙ্গারুর আক্রমণেই মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ান ওই ব্যক্তির। বন্য প্রাণীটি দিনের শুরুতেই তাকে আক্রমণ করেছিল। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
অস্ট্রেলিয়ায় প্রায় ৫০ মিলিয়ন ক্যাঙ্গারুর আবাস। কিন্তু দেশটিতে এই প্রাণীদের আক্রমণের ঘটনা বিরল। ১৯৩৬ সালের পর ক্যাঙ্গারুর আক্রমণে অস্ট্রেলিয়ায় এটিই প্রথম প্রাণঘাতী ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ