Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সত্যিই কি ভেঙে গেল ললিত-সুস্মিতার প্রেম!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫০ এএম

ক্ষণে ক্ষণে পালটায় সম্পর্কের সমীকরণ। গত জুলাই মাসেই ঘটা করে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের কথা জানিয়েছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদী। তবে মাস দুয়েক না যেতেই মধ্যেই দুজনের বিচ্ছেদের খবরে সরগরম নেটদুনিয়া। তারা দুজনই দুজনকে টুইটারে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, এর আগে সুস্মিতার সঙ্গে নিজের ছবি সরিয়ে অন্য প্রোফাইল পিকচার আপলোড করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। টুইটার এবং ইনস্টাগ্রাম বায়ো থেকে মুছে দিয়েছেন প্রেয়সীর নাম। এতেই কানাঘুষো শুরু।

যদিও ইনস্টাগ্রামের ওয়ালে ও টুইটারে এখনও সুস্মিতার সঙ্গে ছবি রয়েছে ললিতের। শুধু তাই নয়, অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ঘোষণা দেয়া ললিতের সেই টুইটার পোস্টটি এখনও রয়েছে। দুজনের যৌথ কয়েকটি ছবি দিয়ে গত ১৪ জুলাই করা সেই টুইটে ললিত লেখেন, ‘মালদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম। আর ‘বেটার হাফ’ সুস্মিতার কথা তো আলাদা করে বলতেই হবে। অবশেষে একটি নতুন জীবনের শুরু।’

প্রথম টুইটে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করলেও পরের টুইটে বিষয়টি পরিষ্কার করেন ললিত মোদি। ফের তিনটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি, বিয়ে করিনি। তবে একদিন সেটাও হবে।’

তবে ললিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই পরিষ্কার করে কিছু বলেননি সুস্মিতা। ললিতের সেই টুইটের পর নেটিজেনদের অনেকেই নানা মন্তব্য করেছেন তাদের সম্পর্ক নিয়ে। কেউ বলছেন, ললিতের টাকার জন্য তার সঙ্গে প্রেম করছেন সুস্মিতা। এ নিয়ে অভিনেত্রীকে ‘গোল্ডডিগার’ আখ্যা দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ।

সেসবের কড়া জবাব দিয়ে ১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দেন অভিনেত্রী। সেই পোস্টের একাংশে তিনি লেখেন, ‘আমি স্বর্ণের চেয়ে দামি কিছু পছন্দ করি। বরাবরই হীরকখণ্ডের প্রতি আমার দুর্বলতা রয়েছে এবং আমি নিজেই সেগুলো কিনতে পারি।’

উল্লেখ্য, এর আগে মডেল রহমান শাওয়ালের সঙ্গে প্রেম করতেন সুস্মিতা। ২০১৮ সালে তার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। গত বছর ডিসেম্বর মাসে ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেদের ব্রেকআপের কথা জানান এই অভিনেত্রী। কিন্তু সুস্মিতার সঙ্গে আবার তার প্রাক্তন প্রেমিক রহমান শাওয়ালকে দেখা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ