প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কার্তিক আরিয়ানের ক্রেজ দিন দিন বেড়েই চলছে। ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করেছেন কার্তিক। এই মুহূর্তে একগুচ্ছ সিনেমা রয়েছে তার ঝুলিতে। এবার ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’-এর তিন নম্বর সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। পরিচালনায় থাকছেন অনুরাগ বসু। টি সিরিজ ও ভাটদের ভিশেষ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে সিনেমাটি।
সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করে কার্তিক বলেছেন, ‘‘একটা দারুণ সিনেমা হতে চলেছে ‘আশিকি থ্রি’। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’’
কার্তিক বলেন,‘‘আশিকি’ সিনেমা দেখে ও এটির গান শুনে বড় হয়েছি। সেই সিনেমার সিকুয়্যালে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য ভূষণ কুমার ও মুকেশ ভাটকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো।’
সাম্প্রতিক সময়ে বক্স অফিসে কার্তিকের শেষ রিলিজ ছিল ‘ভুল ভুলাইয়া ২’, যা ২০০ কোটির বেশি আয় করেছে। ‘ভুল ভুলাইয়া ২’-এর অসামান্য সাফল্যের পর এখন বলিউড পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছেন কার্তিক। সামনে রোহিত ধাওয়ানের ‘শাহজাদা’তে দেখা যাবে কার্তিককে। আপাতত ‘সত্য প্রেম কি কথা’র শুটিং করছেন কার্তিক। এই সিনেমায় তার বিপরীতে আছেন কিয়ারা আদভানি।
উল্লেখ্য, ১৯৯০ সালে মুক্তি পায় জনপ্রিয় রোমান্টি সিনেমা ‘আশিকি’। এতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের দশকের আশিকি সিনেমার গান আজও সুপারহিট। ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি টু’। দ্বিতীয় সিকুয়্যালে জুটি বাঁধেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘আশিকি টু’-ও বক্স অফিসে ঝড় তোলে। এ সিকুয়্যালের সবগুলো গান দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তুম হি হো’, ‘শুন রাহা হ্যায় না তু’ তুমুল জনপ্রিয়তা পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।