Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৫২) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মোতালেব হোসেন খলিসাকুন্ডি বাজারপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোতালেব হোসেন খলিসাকুন্ডি বাজারে এক ব্যবসায়ীর ত্রæটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করতে বিদ্যুতের লাইনের খুটিতে উঠে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কে এম তুহিন জানান, মোতালেব হোসেন পল্লী বিদ্যুৎ অফিসের কেউ নন। সে বিদ্যুৎ লাইনে হেলপার হিসেবে কাজ করতো। খলিসাকুন্ডি বাজারে এক বক্তির বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ