Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কবিতা গুচ্ছ

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩১ এএম

মড়ক নামা

নাহার আলম

মড়ক লাগছে পথে-ঘাটে
লাগছে পাড়া, স্কুল আদালত মাঠে
মড়ক লাগছে মানবিকতায়
লাগছে সড়কের পাশবিকতায়

মড়ক লাগছে দলে, নি-দলে
লাগছে পাহাড়, নদী,জলে, গাছ, পাতা ফলেও

সমতার পুষ্টিময় কথাগুলো অসুস্থ পুঁজির মমতায় লুটায় গোবরমাখা কাদায়
পরকীয়ার কামুক দাবানল
ছড়ায়ে সরকার নমিতা মাসি এক ঠ্যাং খাড়া করে দাঁড়িয়ে দাঁত কেলায়, পাহাড় টলায়, নষ্ট ছলাকলায়, দিন রাতের ফারাক ভোলায়...
নিমিষেই মড়কে পুইড়া ছাই হয়া যায় দিনু কাকার ঘর, মিষ্টি মনির বর, পুড়ে মোকসেদ মাস্টর, পোড়ে তারও ঘর...

বিপরীতে স্বপ্নেরা অনুতাপে করে রাত্রি জাগরণ
মলমবিহীন মড়কে দেশ দশ এখন মুমূর্ষু অথবা লাশবৎ!

মড়ক লাগছে সংসারে সমাজে
লাগছে কাঁচা পাকা বেবাক মগজে
ক্ষতচিহ্ন আঁকে শকুনের চোখ বুক
সমূহ ধ্বংসের ভিড়ে বিপন্ন মানবতার বেসামাল অসুখ
খুবলানো রক্তমাখা পাঁজর করে ধুকপুক
পুঁজির অতল আগুনে পুইড়া অঙ্গার ধনী গরীব বৈষম্য রেখা
শোষণের হিজাবে মুখ ঢেকে এভাবেই সদর্পে হেঁটে চলে তরল সুন্দরী —
আমার, তোমার, আমাদের মুদ্রাসখা...

 

তবুও এসো
সুপান্থ মিজান

সৌন্দর্যের অপরুপ ঝর্ণাধারা
যার পরশে জেগে উঠে ঘর-বাড়ি চারিপাশ
প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দাও আগমণ বার্তা
স্বপ্নে ভাসি। ছোঁয়ে যাওয়ার বাসনায়--
সখিনার মার স্মৃতির পাতা ছিঁড়ে ফেলি

রঙবেরঙের পাতার আবরণে ঢেকে রাখ রূপ
বিমুগ্ধ নয়নে অবলোকন করি রুপ রস যৌবন
কখনও কখনও উত্তাল ঢেউ নিয়ে পার ভাঙার নেশায়
লিপ্ত হও কপোলের উত্তর পশ্চিম কর্ণে কালির
মুর্তি নিয়ে ধ্বংস লীলায় মেতে উঠ

সাবার কর প্রকৃতির যৌবনীফসল
বাসন্তীর খালার চৈতালী রুপ ভুলে গিয়ে-
তবুও পাবার বাসনায় উন্মুখ হয়ে থাকি
তবুও তুমি এসো হে বৈশাখী।

 


অমানুষের বিচরণ
হোসেইন আহমদ চৌধুরী

এই কোলাহল মুখর শহরের অলিগলি, রাজপথ ধরে
হেঁটে চলেছি দু’জন, হ্যাঁ হেঁটে চলেছি নিরবধি
আমি আর আমার আদ্যিকালের সঙ্গী নিঃসঙ্গতা।
এই শহর জানে, ঢালু পথে ছুটে চলা জলের মতোন
তাপহীন অনুতাপহীন বেশুমার সময় হয়েছে গতো
শুধু পালতক সময়, হিসেবের বেহিসেবী খাতায়!

এই জনারণ্যের মানুষের নৈমিত্তিক গল্পের পাতায়
অবিকল আমারই মতো আরেকজনের হাঁটাহাঁটি
নিরন্তর আথালিপাথালি অবাধ বিচরণ
একটা অমানুষের, জলজ্যান্ত মানুষের ভূমিকায়!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা গুচ্ছ

৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
৮ জুলাই, ২০২২
২২ এপ্রিল, ২০২২
৩ জানুয়ারি, ২০২০
৪ জানুয়ারি, ২০১৯
১৪ এপ্রিল, ২০১৮

আরও
আরও পড়ুন