Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রিডম ডেতে আতশবাজিতে উজ্জ্বল কাবুলের আকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

একবছর আগে মার্কিন সেনা কাবুল ছেড়েছিল। বুধবার তার প্রথম বার্ষিকী উদযাপন করলো তালেবান। বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়লে দেশের দখল নিয়ে নেয় তারা। এই দিনটিকে তাই তারা ফ্রিডম ডে বা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে। এ নিয়ে বুধবার সারাদিন নানা আয়োজনে তারা সেই স্বাধীনতা দিবসের উৎসব পালন করলো। রাতে হলো আতশবাজির প্রদর্শনী। রাতভর একের পর এক বাজি ফুটেছে কাবুলের আকাশে। ডয়চে ভেলে জানিয়েছে, মার্কিন ও বিদেশি সেনার কাছ থেকে তারা যে সামরিক যান দখল করেছিল, তার প্রদর্শনীও করা হয় কাবুলে। পাশাপাশি তারা বিশ্বের কাছে নিজেদের স্বীকৃতিও দাবি করেছে। তালেবান সরকারের এক মুখপাত্র বুধবার সকালে আফগানদের ‘ফ্রিডম ডে’-র শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন দখলদারি থেকে দেশের মুক্তির এক বছর পূর্ণ হলো। এই দখলদারি মুক্ত করতে প্রচুর মুজাহিদিন প্রাণ দিয়েছেন, অসংখ্য বাচ্চা অনাথ হয়েছে, প্রচুর নারী বিধবা হয়েছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, তালেবান যোদ্ধারা মার্চ করছেন এবং তাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। এই উৎসবের অংশ ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে দখল করা সামরিক যান। ডিডবিøউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ