Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার আফগানিস্তানে গর্ভনিরোধক বিক্রি নিষিদ্ধ করল তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৯ পিএম

গর্ভনিরোধক আদপে মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণের পশ্চিমী ষড়যন্ত্র! তাই আর মহিলারা গর্ভনিরোধক ব্যবহার করতে পারবেন না। এই মর্মে আফগানিস্তানে ঘোষণা দিল তালেবান শাসকরা। রীতিমতো বন্দুক হাতে নিয়ে ওষুধের দোকানে-দোকানে ঘুরে বেড়াচ্ছে তারা। তালেবানের নির্দেশ, দোকানের সেলফে গর্ভনিরোধক রাখা চলবে না।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগানিস্তানের দুই বড় শহর কাবুল ও মাজার-ই শরিফে নিয়ম জারি করেছে তালেবান। তাদের দাবি, মহিলাদের গর্ভনিরোধক ব্যবহার আদপে পশ্চিমী দুনিয়ার ষড়যন্ত্র। যার মূল লক্ষ্য, মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। সেই ষড়যন্ত্র বানচাল করতে দুই বড় শহরের ওষুধের দোকানে চড়াও হচ্ছে তালেবানরা। হাতে বন্দুক নিয়ে তাদের নির্দেশ, ওষুধের দোকানের সেলফে কোনও গর্ভনিরোধক ওষুধ রাখা চলবে না। হুঁশিয়ারি দেয়া হয়েছে পরিবার পরিকল্পনায় উৎসাহ দেয়া স্বাস্থ্যকর্মীদের। তাদের বাড়ি থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

এ প্রসঙ্গে কাবুলের এক ওষুধের দোকানের মালিক দাবি করেছেন, তালেবানরা প্রতিদিন ওষুধের দোকানে হানা দিচ্ছে। কড়া নজর রাখছে দোকানে কোনও গর্ভনিরোধক রাখা হচ্ছে কিনা। লন্ডনে থাকা আফগানিস্তানের এক সমাজকর্মী শবনম নাসিমি বলেন, “তালেবান প্রথমে মহিলাদের লেখাপড়া ও চাকরির উপর নিষেধাজ্ঞা জারি করে মানবাধিকার লঙ্ঘন করেছে। এবার তাদের সন্তানধারণ নিয়েও নিজেদের মর্জিমাফিক ফতোয়া জারি করল। এটা মেনে নেয়া যায় না।”

সম্প্রতি আফগান মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপরে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। শাসকরা স্পষ্ট করেছে, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগে অবধি মেয়েদের উচ্চ শিক্ষার অধিকার থাকছে না। এর ফলে কার্যত নয়ের দশকের পরিস্থিতি ফিরে এল আফগানিস্তানে। আখুন্দজাদার দলের এমন ফতোয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ ছাত্রীর। সূত্র: দ্য গার্ডিয়ান।

 



 

Show all comments
  • Habibullah ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৭ পিএম says : 0
    এটি তাদের দ্বারা একেবারে সঠিক সিদ্ধান্ত। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে নিষিদ্ধ। এটা পশ্চিমা সংস্কৃতি যা মুসলিম দেশগুলোতে মুসলিম জনসংখ্যা কমানোর গোপন অভিপ্রায়ে প্রবেশ করানো হয়। তবে ইহুদি সম্প্রদায় তাদের জনসংখ্যা বাড়াতে ৭ বা ৮টি সন্তানের জন্ম দিচ্ছে। সুতরাং এটা স্পষ্ট যে পশ্চিমা দেশগুলো মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিপক্ষে।
    Total Reply(0) Reply
  • Habibullah ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৭ পিএম says : 0
    এটি তাদের দ্বারা একেবারে সঠিক সিদ্ধান্ত। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে নিষিদ্ধ। এটা পশ্চিমা সংস্কৃতি যা মুসলিম দেশগুলোতে মুসলিম জনসংখ্যা কমানোর গোপন অভিপ্রায়ে প্রবেশ করানো হয়। তবে ইহুদি সম্প্রদায় তাদের জনসংখ্যা বাড়াতে ৭ বা ৮টি সন্তানের জন্ম দিচ্ছে। সুতরাং এটা স্পষ্ট যে পশ্চিমা দেশগুলো মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিপক্ষে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ