Inqilab Logo

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

মেয়েদের পড়া বন্ধ করায় ছেলেরাও আর পড়বে না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১১:৫০ এএম | আপডেট : ১১:৫১ এএম, ২৬ ডিসেম্বর, ২০২২

মেয়েদের বিশ্ববিদ্যালয় শিক্ষার ওপর আফগানিস্তানের তালেবান শাসিত প্রশাসনের নিষেধাজ্ঞার পর দেশের ছাত্ররা এর নিন্দা জানিয়ে ক্লাস বর্জন করেছে। আফগানিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম টোলোনিউজ রবিবার এ খবর দেয়।

এ বিষয়ে মুজামেল নামে এক ছাত্র বলেন, 'আমরা আমাদের বয়কট চালিয়ে যাব এবং যদি মেয়েদের ক্লাস পুনরায় চালু না করা হয়, তাহলে আমরা আমাদের পাঠ বর্জন করব।' নাভিদুল্লাহ নামে আরেক শিক্ষার্থী বলেন, যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বোনদের জন্য বন্ধ, আমরা সে বিশ্ববিদ্যালয়েও যেতে চাই না।' মহিবুল্লাহ নামে অন্য এক ছাত্র বলেন, 'আমার দুই বোন উচ্চশিক্ষা নিচ্ছে, তারা যেহেতু পারবে না, আমিও আর পড়ব না।'

এ ছাড়া কাবুল বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাষকও তালেবানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা দুর্ভাগ্যজনক। তৌফিকুল্লাহ নামে একজন প্রভাষক বলেন, 'আমরা ইসলামিক এমিরেটকে আমাদের ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো আবার চালু করার অনুরোধ জানাই।'

প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা স্থগিত করে। এ সিদ্ধান্ত ব্যাপক প্রতিবাদ ও বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ