মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানরা আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির মৃতদেহ খুঁজে পায়নি এবং তদন্ত চালিয়ে যাচ্ছে। গতকাল সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে, তারা গত মাসে কাবুলে একটি বিমান হামলায় আল কায়েদা নেতাকে হত্যা করেছে। তারা জুলাইয়ে জাওয়াহিরির গোপন আস্তানায় একটি বারান্দায় দাঁড়ানোর সময় তাকে ড্রোন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করেছিল। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এক দশকেরও বেশি আগে ওসামা বিন লাদেনকে মার্কিন নৌবাহিনীর সীল টিম গুলি করে হত্যা করার পর থেকে এটি ছিল আল কায়েদার জন্য সবচেয়ে বড় ধাক্কা। তবে জাওয়াহিরি আফগানিস্তানের অবস্থান করছেন, এমন কোন তথ্য তাদের কাছে ছিল না বলে দাবি করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান। তারা বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছিল। সূত্র : ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।