গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইসলামের পক্ষে সম্পৃক্ত করার গুরুদায়িত্ব ওলামায়ে কেরামকে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামের নাম-নিশানা মুছে দিতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যখন বেকারত্বের কষাঘাতে নিদারুণ জীবন কাটাচ্ছে, তখন লাখ লাখ ভারতীয়কে এই পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশে চাকুরী দিয়ে রেখেছে। কারণ তারা মনে করে, ক্ষমতায় টিকে থাকতে ভারতের আশীর্বাদ লাগবে। তিনি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সার্বভৌমত্ব বিরোধী ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর।
আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পেশাজীবী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে উকিলপাড়াস্থ পাবলিক কনভেনশন সেন্টারে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা মুফতী ওমর ফারুক সন্ধিপী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী আব্দুল হাকি আদদিফায়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন দেওভোগ মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের জেহাদী, কাশিপুর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা আব্দুস সবুর কাসেমী, মুফতী আব্দুল আজিজ কাসেমী, মাওলানা দীন ইসলাম, মু. জাহাঙ্গীর কবির, মাওলানা মহিউদ্দিন খান
পীর সাহেব বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা ধ্বংসের চক্রান্তে লিপ্ত। শিক্ষামন্ত্রী ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। পীর সাহেব চরমোনাই বলেন, ২০২৩ সালে পাবলিক পরীক্ষগায় ধর্মশিক্ষা বাতিলের প্রস্তাবের মাধ্যমে ইসলামী শিক্ষা ধ্বংসের চক্রান্ত করছে। তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। সিলেবাসে ডারউইনের মতবাদ শিক্ষা দিয়ে আমাদের প্রজন্মকে নাস্তিক বানানোর চক্রান্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।