Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১১:০৬ এএম

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের। তার অভিনীত একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। তার সর্বশেষ তিন সিনেমা- ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ও ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘কাঠপুতলি’। শনিবার (২০ আগস্ট) এই সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার ব্যর্থতা নিয়ে মুখ খোলেন অক্ষয়। এই সময় বক্স অফিস ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেন এই অভিনেতা।

এ বিষয়ে তিনি বলেন, ‘সিনেমা ভালো ব্যবসা করতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা। আমাকে পালটাতে হবে, বুঝতে হবে দর্শক কী চাইছে, এখানে আমাকে ছাড়া অন্য কাউকে দোষ দেওয়ার দরকার নেই।’

চলতি বছরই অক্ষয়ের আরো একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অক্ষয় বলেন, ‘মহামারির সময় অনেক সিনেমা তৈরি হয়েছে, কিছু মুক্তি পেয়েছে, আবার অনেক সিনেমা মুক্তি পায়নি। হল বন্ধ ছিল, আরো অনেক ব্যাপার ছিল। আমরা কাজ চালু রেখেছি, সিনেমা তৈরি হয়ে পড়ে আছে। আমার চারটি সিনেমা মুক্তির অপেক্ষায়। গত ২ বছরে এগুলো মুক্তি পায়নি। করোনা না এলে আমার সিনেমা মুক্তিতে অন্তত ২-৩ মাসের গ্যাপ থাকতো।’

অক্ষয় অভিনীত ‘কাঠপুতলি’ ভারতের দক্ষিণী রাতসাসান সিনেমার রিমেক। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি দেখা যাবে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘রাম সেতু’। পাশাপাশি সুরিয়া অভিনীত তামিল ভাষার ‘সুরারাই পোত্রু’ সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ