Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হৃদরোগে রৌমারীর তরুণ সাংবাদিক আমির হোসেনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৫:২৩ পিএম

কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আমির হোসেন মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে রোববার (৭ আগস্ট) আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, তিন বছর বয়সের এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আমির হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের প্রয়াত আছমত আলীর ছেলে।
তিনি রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় এনজিও সেন্টার ফর স্যোসাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)’র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তরুণ এ সাংবাদিকের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সভাপতি আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আইনজীবি আমজাদ হোসেন, সিএসডিকে’র পরিচালক আবু হানিফ, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, দৈনিক ইত্তেফাক’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ