Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের ষষ্ঠ ধনী অভিনেতা অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ১২:১১ পিএম

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা বলে অভিহিত করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই পরিচালকের নতুন সিনেমা ‘দো বারা’র প্রচারণা চালানোর সময় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘দো বারা’র প্রচারণার সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নুরও। অভিনেত্রীই বলেছিলেন- ‘আমিও অক্ষয়ের মতো প্রচুর সিনেমা করেছি।’ কিন্তু তিনি অভিযোগ করেন- অক্ষয়ের মতো তিনি এত বেশি পারিশ্রমিক পান না তিনি। অক্ষয়ের আয় অনেক বেশি।

অভিনেত্রীর কথার জের ধরেই অনুরাগ বলে ফেলেন- ‘অক্ষয় বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা।’

একতা কাপুর প্রযোজিত ‘দো বারা’ সিনেমাটি আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহ কাপাতে আসছে। অনুরাগ ও তাপসীর তৃতীয় যৌথ সিনেমা এটি।

সম্প্রতি আরেক সাক্ষাৎকারে সিদ্ধার্থ কানন বলেছিলেন যে তাপসী এত বেশি ছবিতে অভিনয় করেছেন যে তাকে ‘লেডি অক্ষয় কুমার’ অভিহিত করা যায়। এই কথা শুনে তাপসী বলেছিলেন, এই প্রশংসা আমি আন্তরিকভাবে গ্রহণ করবো যদি তার (অক্ষয়) সঙ্গে আমার পারিশ্রমিক মিলে যায়। তার আগ পর্যন্ত তার সঙ্গে তুলনা করবেন না দয়া করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ