Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসার সম্পত্তির হিসাব দেখে চমকে যাবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৭:২৬ পিএম

মাত্র আঠাশ বছর বয়সি মডেলের বাড়িতে সঞ্চিত ২১ কোটি রুপি! শুক্রবার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা, সোনা দেখে চোখ প্রায় কপালে ইডি কর্মকর্তাদের। তবে শুধু মডেল অর্পিতা মুখোপাধ্যায়ই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ আরও অনেক ‘মাথা’ নজরে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)।

তাদেরই একজন অধ্যাপক মোনালিসা দাস। তিনি পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। আর সেই সূত্রেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ, ঘনিষ্ঠতা বলে ইডি সূত্রে খবর। তবে বর্তমানে মোনালিসা যে বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী, তা নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত ইডির রাডারে অধ্যাপক মোনালিসা দাস। যদিও তিনি বলছেন, ‘সততার সঙ্গে বাঁচি।’

২০১৪ সালে আসানসোলের (Asansol) কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন মোনালিসা দেবী। সেসময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের একটা সূত্র বলছে, খুব কম দিনের মধ্যেই অধ্যাপক থেকে বিভাগীয় প্রধানের পদে উন্নীত হন মোনালিসা দাস। এই উত্থান কি পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই? উঠছে সেই প্রশ্নও।

এ তো গেল মোনালিসা দেবীর কেরিয়ারে তৎকালীন শিক্ষামন্ত্রীর প্রভাব নিয়ে প্রশ্ন। তার সম্পত্তির উৎস নিয়েও ধোঁয়াশা রয়েছে যথেষ্ট। মোট ১০ টি ফ্ল্যাটের মালকিন অধ্যাপক মোনালিসা দাস। শান্তিনিকেতন (Santiniketan), নদিয়ায় বাড়ি ছাড়াও একাধিক জায়গায় তার নামে ফ্ল্যাট রয়েছে। শান্তিনিকেতনরে বাড়িটির নাম ‘অপা। শোনা যাচ্ছে, এই সবই আসলে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিই মোনালিসা দেবীকে সেসব ফ্ল্যাট দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। তার সত্যতা যাচাই করতে মোনালিসা দেবীকেও জেরার কথা ভাবছে ইডি।

যদিও গোটা বিষয় নিয়ে মোনালিসা দাসের প্রতিক্রিয়া, ‘উনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমি শিক্ষিকা। এ প্রয়োজনে যোগাযোগ, কথাবার্তা হতেই পারে। এর বাইরে একেবারেই তার সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক। আমি সততার সঙ্গে বাঁচি।’ সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘনিষ্ঠ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ