Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ব্রিটিশ মডেল কিম্বার্লি গ্রেফতার

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেহাদি সংগঠন আইএসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক ব্রিটিশ মডেল কিম্বার্লি মাইনার্স। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আইএস প্রকাশিত বিভিন পোস্টে লাইক দিচ্ছেন। বিষয়টি টের পাওয়ার পরই তার ওপর নজর রাখতে শুরু করে জঙ্গি দমন শাখার পুলিশ এবং এম১৫ সিক্রেট সার্ভিস। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কিম্বার্লি। গত শুক্রবার ২০০০ সালের টেররিস্ট অ্যাক্ট অনুসারে আনা অভিযোগের ভিত্তিতে কিম্বার্লিকে গ্রেফতার করা হয়। ব্র্যাডফোর্ড ওয়েস্ট ইয়র্কশায়ারে তার ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। পরে অবশ্য তাকে জামিনে মুক্তি দেয়া হয়। গত সেপ্টেম্বর মাসে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, আইশা লরেন আল-ব্রিটানিয়া ছদ্মনামে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও পোস্ট ও শেয়ার করছেন মাইনার্স। প্রোফাইল ছবিতে অবশ্য নিজের মুখ ঢেকে রেখেছিলেন তিনি। পুলিশের দাবি অবশ্য পুরোপুরি নাকচ করে দিয়েছেন কিম্বার্লি মাইনার্স। তার দাবি, সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট তৈরি করে তাকে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে পিতার মৃত্যুর পর ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন কিম্বার্লি মাইনার্স। বদলে যায় তার পুরনো লাইফস্টাইল। বিবিসি, দ্য টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ব্রিটিশ মডেল কিম্বার্লি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ