মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী মৃত্যু-মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী গত শুক্রবার ইডির কাছে হাজিরা দেন। টানা সাড়ে আট ঘণ্টার জিজ্ঞাসাবাদে যেসব তথ্য বেরিয়েছে তাতে আরও জটিল করতে পারে বলিউড অভিনেতার মৃত্যু-রহস্যকে।
রিয়াকে জিজ্ঞাসাবাদের পর ইডি সূত্রের দাবি, মুম্বাই পুলিশ যতই সুশান্তের আত্মহত্যার তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা করুক, এর বাইরে অন্য কোনও তত্ত্বের আভাসও জোরদার হচ্ছে।
সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো একাধিক অভিযোগে রিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন অভিনেতার বাবা। সেই মামলা পাটনা থেকে মুম্বাইয়ে সরানোর আবেদন নিয়ে শীর্ষ আদালতে যান রিয়া।
ইতোমধ্যে আর্থিক নয়ছয়ের তদন্ত শুরু করেছে ইডি। আইনজীবীর মাধ্যমে রিয়া ইডি’র কাছে আবেদন জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ হওয়ার পর যেন তার বক্তব্য রেকর্ড করা হয়। কিন্তু সে আবেদন ইডি খারিজ করার পর পরিস্থিতি বেগতিক বুঝে হাজিরা দেন রিয়া।
একই দিন মুম্বাইয়ের অফিসে রিয়ার ভাই সৌভিক এবং রিয়া-সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রের খবর, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে রিয়া বার বারই বলেছেন, ‘অনেক কিছুই মনে পড়ছে না’। কিন্তু সেই বিস্মৃতির আড়ালে থাকা সত্যকেই খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।