Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে জুবিন গর্গ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১১:১২ এএম

বলিউডের গায়ক ও মিউজিক কম্পোজার জুবিন গর্গ হাসপাতালে। আসামের ডিব্রুগড় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এই গায়ক। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার জুবিন মাথায় আঘাত পেলেও সেটি গুরুতর নয়। তবে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে শিল্পীকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আরও দ্রুত চিকিৎসার জন্য গুয়াহাটি বা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে। এ ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী কেশব মোহন্তকে জুবিনের চিকিৎসাসেবা ঠিকঠাক হচ্ছে কি না, তা তদারকির নির্দেশ দিয়েছেন।

এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই কপালে চিন্তার ভাঁজ জুবিনের ভক্তদের। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

উল্লেখ্য, অসমিয়া প্লেব্যাক গায়ক হিসেবে জুবিন গর্গের ভারতে বেশ জনপ্রিয়তা। বলিউডে তার শ্রোতাপ্রিয় গানের তালিকাও দীর্ঘ। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’-এর ‘ইয়া আলি’ ও ‘ক্রিশ থ্রির’র ‘দিল তু হি বাতা’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ