Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ললিতের সঙ্গে প্রেম নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১১:২৩ এএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত কুমার মোদির সঙ্গে প্রেম নিয়ে এই মূহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তাদের প্রেমের খবর প্রকাশ হওয়ার পর থেকেই তাকে ‘গোল্ড ডিগার’ বলে আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়া আক্রমণ করা হচ্ছে, এর অর্থ সোনার জন্য লোভী। বলা হচ্ছে সুস্মিতা ললিতের সঙ্গে ‘তার অর্থের জন্য’ সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত মোদী। এবার মুখ খুলেছেন স্বয়ং সুস্মিতা সেন।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে সুস্মিতা লেখেন, ‘সজ্ঞানে বলছি, প্রকৃতি সৃষ্টিকুলকে এক সুঁতোয় বাঁধে আর সেটিকে ভেঙে আমরা ঐক্যকে নষ্ট করি। আমাদের চারপাশের পৃথিবী এতটা যন্ত্রণাক্লিষ্ট ও অসুখী হয়ে উঠেছে সেটা দেখে আমার হৃদয় ভেঙে যায়। কথিত স্বভাবসুলভ বুদ্ধিজীবী, মূর্খ ও তাদের সস্তা ও হাস্যকর যুক্তি, আর আমার সেসব বন্ধু ও পরিচিতজন যাদের আমি কখনও দেখিনি, সবাই আমার চরিত্র ও জীবন নিয়ে তাদের গভীর ভাবনা ও মতামত জানাচ্ছেন। এবং আমি একজন গোল্ডডিগার সেটার ওপর জোর দিচ্ছেন। কী জিনিয়াস লোকজন। আমি স্বর্ণের চেয়ে দামি কিছু পছন্দ করি। বরাবরই হীরক খণ্ডের প্রতি আমার দুর্বলতা রয়েছে এবং আমি নিজেই সেগুলো কিনতে পারি।’

সেই সঙ্গে শুভানুধ্যায়ীদের ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘আমার শুভানুধ্যায়ী ও প্রিয়জন যারা আমাকে সমর্থন করছেন তাদের প্রতি আমার ভালোবাসা। আপনাদের সুশ ভালো আছেন। কারণ আমি অন্য কারও গুণকীর্তন ও অনুমোদনের ক্ষণস্থায়ী আলো ধার করিনি। আমার নিজের জগৎ ও চেতনার কেন্দ্রে আমিই সূর্য।’

এর আগে শুক্রবার বিকেলে ললিত মোদির সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়েও জবাব দিয়েছিলেন সুস্মিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মেয়ের সঙ্গে একটা সেলফি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি খুব সুখী। বিয়ে হয়নি...আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে দিয়েছি। এবার জীবন এবং কাজে ফিরি। সব সময় আমার খুশি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ। আর যারা করেন না, তাদেরও... সবাইকে ভালোবাসি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুস্মিতার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন ললিত। লন্ডনে গিয়ে কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে জানান, ‘এই মাত্র লন্ডনে এসে পৌঁছলাম। সদ্য শেষ করেছি মালদ্বীপ এবং সারদিনিয়া ট্যুর। সঙ্গে আমার পরিবার এবং আমার বেটার হাফ সুস্মিতা সেন। নতুন জীবনের শুরু।”



 

Show all comments
  • Jahangir ১৮ জুলাই, ২০২২, ৩:৩৯ পিএম says : 0
    wao!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুস্মিতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ