Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়োপিকে রূপান্তরকামী গৌরী সাওয়ান্তের ভূমিকায় সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

‘আর্যা’র পর ছোট্ট বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। এবার এক রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রাক্তন মিস ইউনিভার্সকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নতুন ওয়েব সিরিজ ‘তালি’র লুক। পরিচালনা করবেন মরাঠি পরিচালক রবি যাদব। ‘তালি’র লুকে সুস্মিতাকে সবুজ-মেরুন শাড়িতে দেখা গিয়েছে। কপালে মেরুন রঙের বড় টিপ, ওয়েব সিরিজের প্রথম লুকে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন বলিউড সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় সিরিজের প্রথম লুক এবং ওয়েব সিরিজের নাম শেয়ার করে সুস্মিতা লেখেন, ‘তালি-বাজবে না, বাজাবো।’ আরও লেখেন, ‘এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা আর তাঁর গল্প পৃথিবীর সামনে নিয়ে আসার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না আমার কাছে। শ্রী গৌরী সাওয়ান্ত-এর চরিত্রে অভিনয় আমার কাছে গর্বের এবং আমি ধন্য। জীবন প্রত্যেকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে।’ মুম্বাইয়ে রূপান্তরকামীদের আর্থ-সামাজিক উন্নয়ন-সহ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী সাওয়ান্ত। ছবির প্রথম লুকে বাজিমাত করেছেন নায়িকা। ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধারও গৌরী সাওয়ান্ত। এইডসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ নিয়ে থাকে এই প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োপিকে রূপান্তরকামী গৌরী সাওয়ান্তের ভূমিকায় সুস্মিতা সেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ