Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে অভিষেক হল সুস্মিতা কন্যা রেনি’র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বলিউড তারকা ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের দত্তক কন্যা রেনি সেনের বলিউডে অভিষেক হয়েছে। তার অভিনয় চলচ্চিত্রটি পূর্ণদৈর্ঘ্য নয়, বরং স্বল্পদৈর্ঘ্য আর সেটির নাম ‘সুট্টাবাজি’। ‘সুট্টাবাজি’ পরিচালনা করেছেন কবির খুরানা। এটি এক ১৯ বছর বয়সী তরুণীর গল্প যার নাম দিয়া, সে বাবামায়ের চোখর আড়ালে ধূমপান করে। লকডাউনের সময় সে তার ঘ্যানঘ্যানে স্বভাব বাবা আর মায়ের সঙ্গে এক বাড়িতে আটকে পড়ে। গত সপ্তাহে সুস্মিতা সেনের জন্মদিনে ফিল্মটির ট্রেইলার মুক্তি পেয়েছে। দিয়ার ভূমিকায় অভিনেত্রী রেনি (২১) বলেন, “আমার মা সব সময় আমাকে যোগ্যতা অর্জন, কঠোর পরিশ্রম আর নিজের মত করে কাজ করার আনন্দের মত বিষয়গুলো শিখিয়েছে। ‘সুট্টাবাজি’ একটি প্রচলিত বাছাই, তবে আমি সবসময় আলাদা কিছু করতে চেয়েছি।” “এটি একটি খুব মজার আর বাস্তবমুখি ফিল্ম, মায়ের জন্মদিনে ফিল্মটির ট্রেলার মুক্তি দিতে পেরে আমি রোমাঞ্চিত, এতে এটি আরও বিশেষত্ব পেয়েছে,” রেনি আরও বলেন। পরিচালক বলেন : “শিল্পী আর কুশলীরাই এই ফিল্মের প্রাণ। তারা গত মাসে তারা প্রাণ দিয়ে এটির জন্য খেটেছে।” ফিল্মটি ডিসেম্বরে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিষেক-সুস্মিতা-কন্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ