Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের গুজবে ইতি টানলেন সুস্মিতা নিজেই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০২ এএম

অবশেষে মুখ খুললেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। মৌনব্রত ভাঙলেন নায়িকা। বললেন, এই মুহূর্তে বিয়ের কোনও গল্পই নেই তাঁর জীবনে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল আইপিএল ফাউন্ডার আর প্রাক্তন বিশ্ব সুন্দরীর নতুন সম্পর্কের কথায়। বলিউডে তেমন একটা জায়গা বানাতে না পারলেও সুস্মিতার প্রেমে পড়েছেন দেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। অনিল আম্বানি থেকে শুরু করে রণদীপ হুডা, মোটামুটি সবাই সুস্মিতার প্রেমে পড়েছেন। এবার তাঁদের দলে নাম লেখালেন আইপিএল সচিব ললিত মোদি। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে ললিত মোদি, সুস্মিতা সেনের সঙ্গে ক য়েকটি ছবি দিয়ে নিজেই জানি য়েছেন যে, তিনি সুস্মিতার সঙ্গে ডেটিং করছেন। যদিও এই বিষয়ে প্রাক্তন মিস ইউনিভার্স আজকাল পর্যন্ত কোনও প্রতিক্রিয়াই করেননি। এদিকে সুস্মিতার আঙুলে একটি রিং দেখেও সবাই ভেবে বসে, এটাই হয়তো সুস্মিতা-ললিতার এনগেজমেন্ট রিং। এবার মুখ খুললেন নায়িকা। এইসবের বিরুদ্ধে এবার প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী সুস্মিতা সেন। আজ বিকেলে নায়িকা নিজেই তাঁর ইনস্টাগ্রামে কন্যা, আলিসা এবং রেনির সঙ্গে একটি খুশির ছবি ভাগ করে নিলেন। সঙ্গে লিখলেন, ‘আমি অনেক ভাল জায়গায় রয়েছি। বিয়ে করছিনা আর কোনও আংটি বদলেরও গল্প নেই। আমার চারপাশ নিঃশর্ত ভালোবাসায় ঘেরা! আমার মনে হয় এটাই যথেষ্ট স্পষ্টীকরণ। আমি এখন জীবন এবং কাজেই মনোযোগ দিয়েছি!! আমার সুখ সবার কাছে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আমি সবাইকে ভালোবাসি!!! সঙ্গে হ্যাশট্যাগ দুগ্গাদুগ্গা।’ নায়িকার এই পোস্ট শেয়ার হতে না হতেই উপচে পড়ে ভক্তদের কমেন্ট। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাকে বিশ্বের আরও সুখ দিক!’ বৃহস্পতিবার, আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদী সুস্মিতা সেনের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘একটি ঘূর্ণায়মান গ্লোবাল ট্যুরের পর লন্ডনে ফিরে এসেছি। আমার বেটার লুকিং পার্টনারের কথা না বললেই নয়। অবশেষে একটি নতুন জীবন শুরু হতে চলেছে।’ সুস্মিতার প্রতি তিনি ভালবাসা ঘোষণার পরেই গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই খবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ের গুজবে ইতি টানলেন সুস্মিতা নিজেই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ