Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠেছে : ফ্রান্স

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১০:৪৬ এএম

ফ্রান্সের জিরোন্দে জঙ্গলে যে ভয়াবহ দাবানলের তাণ্ডব চলছে তা নিয়ন্ত্রণে আনা ফায়ারফাইটারদের জন্য কঠিন হয়ে উঠেছে। বুধবার এক বিবৃতিতে এ কথা বলেছে ফরাসি সরকার।
গত বৃহস্পতিবার থেকে এ দাবানল শুরু হয়েছে। পুরো ইউরোপজুড়ে চলছে দাবদাহ, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে উঠেছে।
দাবানলে এরই মধ্যে জিরোন্দে জঙ্গলের ৮০০ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। দাবানলের কারণে ওই এলাকা থেকে অন্তত ১৫০ মানুষকে সরিয়ে নিতে হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন করে সেখানে আরও একটি দাবানল সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে ১ হাজার হেক্টর জমি আগুনের গ্রাসে চলে গেছে। এএফপি বলছে, দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ছে এবং আগুন নেভানোর কাজ খুবই জটিল হয়ে পড়েছে।
এর আগে এএফপি জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনতে ৯০০ ফায়ার ফাইটার নিয়োগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের শীর্ষ কর্মকর্তা এরিক এগ্রিনিয়ার কয়েকদিন আগে জানিয়েছিলেন, দাবানলের কবলে পড়া জঙ্গলের মধ্যে এমন কিছু দুর্গম এলাকা রয়েছে যেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তখন তিনি বলেছিলেন, দাবানল ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সূত্র : এএফপি, পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ