Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপনে বিয়ে করতে লন্ডনে বিদ্যুৎ জামওয়াল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১০:২৩ এএম

দীর্ঘদিন ধরে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের প্রেমের গুঞ্জন। খুব শিগগিরই তাদের চার হাত এক হচ্ছে বলে কথা রটেছিল আগেই। বিদ্যুৎ ২০২১ সালে প্রেমিকা নন্দিতা মাহতানির সঙ্গে বাগদান সেরেছেন বলে গুঞ্জন রয়েছে। এবার শোনা যাচ্ছে, তারা গোপনে বিয়েও করতে যাচ্ছেন! লন্ডনে নন্দিতার সঙ্গে নাকি নতুন সংসার শুরু করতেও যাচ্ছেন বিদ্যুৎ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এই অ্যাকশন নায়ক তার প্রেমিকাকে নিয়ে এরইমধ্যে উড়ে গেছেন লন্ডনে। সেখানেই তারা গোপনে গাঁটছড়া বাঁধবেন বলে খবর পাওয়া গেছে। অন্য আরেকটি সূত্র জানায়, ইতোমধ্যে বিয়েটাও নাকি সেরে ফেলেছেন বিদ্যুত-নন্দিতা। গোপনীয়তা রক্ষা করতে তাদের বন্ধুরাও মুখ বন্ধ রেখেছেন।

যদিও এখন পর্যন্ত তাদের কারো কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ১৫ দিনের মধ্যে সুখবরটি বিদ্যুৎ ও নন্দিতা সবাইকে জানাতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

বর্তমানে বলিউডে বেশি ব্যস্ত হলেও বিদ্যুৎ জামওয়ালের শুরুটা দক্ষিণী সিনেমা দিয়ে। ২০১১ সালে তেলেগু সিনেমা ‘শক্তি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে একই বছর বলিউডেও পা রাখেন ‘ফোর্স’র মাধ্যমে। এরপর ‘কমান্ডো’, ‘জঙ্গলি’ ও ‘খুদা হাফিজ’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। এদিকে বিদ্যুতের পরবর্তী সিনেমা ‘খুদা হাফিজ’র সিক্যুয়েল খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ