Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন আমির খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১০:১৬ এএম

তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন আমির খান। ২০১৮ সালে সর্বশেষ ‘থাগস অব হিন্দুস্থান’ বড় পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে ফ্লপ করেছিল এই সিনেমা। এর পরে আমির আবার চার বছরের জন্য সিনেমাজগৎ থেকে সরে গিয়েছিলেন। কিন্তু এই সাময়িক বিরতির পর তিনি আবার বড় পর্দায় ফিরছেন। শুধু তা-ই নয়, আগামী ১৭ মাসে আমির অভিনীত চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

আগস্ট মাসে মুক্তি পাচ্ছে আমিরের বহুল প্রতিক্ষীত ‘লাল সিং চাড্ডা’। হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর গল্পের অনুসরণে এই সিনেমা বানানো হয়েছে। আমির খান ও কারিনা কাপুর খান ছাড়াও দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যও এই সিনেমায় অভিনয় করবেন। শোনা যাচ্ছে, শাহরুখ খান থাকবেন অতিথি চরিত্রে।

শুধু ইংরেজি সিনেমাই নয়, এ বছর আরও একটি বিদেশি সিনেমার গল্পের অনুকরণে হিন্দি রিমেক বানানো হবে। ২০১৮ সালে ‘ক্যামপিওনস’ (চ্যাম্পিয়নস) নামের একটি স্প্যানিশ স্পোর্টস ড্রামা সিনেমায় অভিনয় করবেন বলে জানান আমির। তার ৫৭তম জন্মদিনে এই সিনেমার ঘোষণা করা হয়।

অভিনেত্রী রেবতীর পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘সালাম ভেঙ্কি’। নারী চরিত্রকেন্দ্রিক এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল। আমির খান ছোট একটি চরিত্রে অভিনয় করবেন এই সিনেমায়। ২০০৬ সালে ‘ফানা’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর আমির-কাজল জুটি দর্শকদের মন জয় করেছিল। আবার ১৬ বছর পর এই জুটি একসঙ্গে বড় পর্দায় কাজ করতে চলেছে।

প্রায় ১০ বছর পর আবার আমির-কিরণ একসঙ্গে কাজ করতে চলেছেন ‘টু ব্রাইডস’ নামের বলিউড সিনেমায়। বিবাহ-বিচ্ছেদের পর আমির-কিরণের প্রথম কাজ এটি। স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রন্ত ও নিতাংশী গোয়েলকে এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে। আমির এই সিনেমায় প্রযোজকের দায়িত্ব ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ২০২২ সালেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।

এমনকি, তার কর্মজীবনে এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন আমির। সম্প্রতি ‘প্রীতম পেয়্যারে’ নামক ওয়েব সিরিজে একটি গানের দৃশ্যে শুটিংয়ের জন্য রাজস্থানে গিয়েছিলেন আমির। এই সিরিজে আমিরপুত্র জুনায়েদকেও প্রথম অভিনয় করতে দেখা যাবে।

উল্লেখ্য, শিশু চরিত্রে বলিউডে যাত্রা শুরু আমির খানের। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন এই অভিনেতা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এমনকি ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিতও হন তিনি। ২০০১ সালে ‘লগান’ সিনেমার বিশ্বব্যাপী সাফল্যের পর নেন চার বছরের বিরতি। এরপর ‘ফানা’ ও ‘রং দে বাসন্তি’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় আমিরকে। ‘তারে জমিন পর’ সিনেমার মাধ্যমে পরিচালনার জগতেও প্রথম পা রাখেন তিনি। একে একে ‘৩ ইডিয়েটস’, ‘পিকে’, ‘গজনি’র মতো ব্যবসাসফল সব সিনেমায় অভিনয় করেছেন আমির খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ