Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের সঙ্গেই আমার প্রতিযোগিতা: অনুপম খের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২২, ৯:৫৬ এএম

তাঁর ঝুলিতে প্রায় ৫২৬ টা সিনেমার ধকল। আশি-নব্বইয়ের দশক থেকেই কখনো বাবার ভূমিকায়, কখনো দাদুর ভূমিকায় কখনো খলনায়কের ভূমিকায় নজর কেড়েছে তাঁর অভিনয়। খ্যাতি ছড়িয়েছে চারিদিকে। ধীরে ধীরে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে নিজেকে দাঁড় করিয়েছেন একজন পাকা অভিনেতা হিসেবে। হ্যাঁ, অনুপম খের। বয়স ৬৭ বছরে ঠেকেছে, কিন্তু তাও তাঁর ফিটনেস তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর শক্তিশালী পারফরম্যান্স এবং অসাধারণ শারীরিক ছাঁচ সবটাই এখনও মানুষকে কম্পিত করে। এই বয়সেও কী করে তাঁর এত এনার্জি সবটা নিয়েই মানুষের কৌতুহল।
বিভিন্ন কারণে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রং ছড়ায় তিনি, কখনো নায়কদের শরীরের বাঁধন দেখে নিজের তুলনা করছেন আবার কখনো সিনেমা শ্যুটিংয়ের দৃশ্য তুলে ধরছেন। বলিউডের শেহনশাহ অমিতাভ বচ্চন এবং অনুপম খের দুজনেই এখন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। বিশেষ করে তাঁদের শরীরের বাঁধন, এই বয়সেও অভিনয়ের এত দাপট সবটাই তাঁদের জনপ্রিয়তার অন্যতম কারণ। তবে অমিতাভ বচ্চনেরটা না জানা গেলেও অনুপম খের সম্প্রতি সামনে আনলেন, তিনি কবে অবসর নিচ্ছেন ফিল্ম জগত থেকে। না এক্ষুনি নয়, এখনো যে তাঁর ২০-২৫ বছর বাকি অবসর নিতে, অভিনয়ের আরও কিছু দিক দেখানোর বাকি। বয়সকে তিনি রীতিমত তুড়ি মেরে বলেন, তাঁর কাছে বয়স একটি সংখ্যা মাত্র। সম্প্রতি এই অবসর প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘নিজের কাজ চালিয়ে যেতে দৃঢ় বিশ্বাস রাখতে হবে সর্বপ্রথম নিজের উপর। এই দুনিয়াতে সবকিছু সম্ভব। আপনাকে শুধু নিজেকে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে হবে এবং মনোযোগী হতে হবে।’
তিনি আরও বলেন যে, তিনি প্রতিযোগিতা করেন তাঁর বয়সী মানুষদের সঙ্গে নয়, বরং তরুণদের সঙ্গে লড়াই করেন। তবে অনুপম খের বিশ্বাস করেন যে, বর্তমানে তিনি তাঁর অভিনয় কেরিয়ারের মাঝপথে পৌঁছেছেন। ২৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন অনুপম খের, এখন ৭০ এর গোড়ায়। কাজের ফ্রন্টে, অনুপম আপাততঃ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং নীনা গুপ্তার সঙ্গে ‘উনচাই’ ছবির শ্যুটিং শেষ করেছেন। এছাড়াও তিনি মহিমা চৌধুরীর সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘দ্য সিগনেচার’-এ সাইন করেছেন। সম্প্রতি, তাঁর আসন্ন ৫২৫তম সিনেমা ‘দ্য সিগনেচার’-এর ফার্স্ট লুকও বেরিয়েছে। বর্তমানে তিনি ভি কে প্রকাশের ‘কাগজ ২’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ