মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসায় তুরস্কের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।
তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। নিষিদ্ধঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে সমর্থন করায় এতদিন ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক।
ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে গত মঙ্গলবার আবারও বৈঠক করেন এরদোগান। ওই বৈঠকে তারা পিকেকেকে আর সমর্থন দেবে না- এ প্রতিশ্রুতি দেওয়ার পর পরের দিন বুধবার এরদোগান ঘোষণা করেন, ইউরোপের এ দেশটি ন্যাটোতে যোগ দিতে চাইলে এখন আর কোনো আপত্তি জানাবে না তুরস্ক। সূত্র : আনাদোলুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।