Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনের পর এবার ম্যাক্রোও ধন্যবাদ জানালেন এরদোগানকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ১২:২০ পিএম

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসায় তুরস্কের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।

তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। নিষিদ্ধঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে সমর্থন করায় এতদিন ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক।

ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে গত মঙ্গলবার আবারও বৈঠক করেন এরদোগান। ওই বৈঠকে তারা পিকেকেকে আর সমর্থন দেবে না- এ প্রতিশ্রুতি দেওয়ার পর পরের দিন বুধবার এরদোগান ঘোষণা করেন, ইউরোপের এ দেশটি ন্যাটোতে যোগ দিতে চাইলে এখন আর কোনো আপত্তি জানাবে না তুরস্ক। সূত্র : আনাদোলুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ