প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. যুগযুগ জিও। ২. শেরদিল : দ্য পিলিভিত সাগা।
৩. নিকম্মা। ৪. ইট্টু সি বাত। ৫. ডিয়ার দিয়া
যুগযুগ জিও
‘আজিব দাস্তানস’ (২০১২) এবং ‘গুড নিউজজজ’ (২০১৯) খ্যাত রাজ মেহতা পরিচালিত কমেডি-ড্রামা। অসাধারণ পরিস্থিতিতে দুই জুটির গল্প। কুকু (বরুণ ধাওয়ান) আর নয়না (কিয়ারা আডবানি) শৈশব থেকে বন্ধু, পরিণত বয়সে তারা বিয়ে করে। স্বাভাবিকভাবে কুকু’র পরিবারের সবাই আনন্দে আটখানা। বাবা ভীম (অনিল কাপুর), মা গীতা (নীতু কাপুর) এবং বোন জিন্নি (প্রাজাক্তা কোহলি)ঘটা করে এই উৎসব পালন করে। বিয়ের কিছু পর তারা কানাডায় চলে যায়। আর পাঁচ বছর পর তাদের সংসারে ভাঙনের দোলা লাগে। তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে জিন্নির বিয়ের আয়োজন হয়। কুকু আর নয়না আপাতত বিবাহবিচ্ছেদের পরিকল্পনা স্থগিত রেখে দেশে ফিরে আসে বোনের বিয়ের জন্য। বিয়ের আনুষ্ঠানিকতা ঘটা করে পালিত হয়। এই সময় বড় একটা বোমা ফাটে, কুকু জানতে পারে তার বাবা তার মাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। সব এলোমেলো হয়ে যায়, নিজেদের পরিকল্পনা বাতিল এবং পরিবারকে নতুন করে এক সূত্রে বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।