Inqilab Logo

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬ আশ্বিন ১৪৩০, ০৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

১. গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

২. ঝান্ড
৩. পেয়ার মেঁ থোড়া টুইস্ট
৪. বিফোর ইউ ডাই
৫. বাধাই দো

গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
সঞ্জয় লিলা ভনসালি পরিচালিত জীবনী চলচ্চিত্র। এস হুসাইন জায়েদির ‘দ্য মাফিয়া কুইন অফ মুম্বাই’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।
১৯৫০ ও ১৯৬০ দশকে মুম্বাই নগরীর কামাথিপুর নিষিদ্ধ পল্লির পটভূমিতে গঙ্গা নামে এক সাধারণ মেয়ের মাফিয়া সর্দার হয়ে ওঠার কাহিনী এটি। গঙ্গার সঙ্গে প্রতারণা করে তার কথিত প্রেমিক রামনিক (বরুণ কাপুর)। গঙ্গার স্বপ্ন সে বলিউডের নায়িকা হবে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে বিয়ের করার আশা দেখিয়ে শহরে নিয়ে আসে রামনিক। তাকে কামাথিপুরে বিক্রি করে দেয় ভণ্ড প্রেমিক। সেটিই হয়ে ওঠে তার বাড়ি। বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে করতে সে সেই পল্লিতে নেত্রী হয়ে ওঠে তার নাম বদলে প্রথমে হয় গাঙ্গু এবং আরও পরে গাঙ্গুবাঈ। গুজরাটের গ্রাম থেকে আসা গঙ্গা একসময় হয়ে ওঠে মুম্বাইয়ের মাফিয়া রানি। ক্রমে তার রাজনৈতিক শক্তিও বাড়তে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড শীর্ষ পাঁচ

৪ মার্চ, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ