প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. ৮৩
২. কোড নেম আবদুল
৩. বেল্লে
৪. চণ্ডীগড় কারে আশিকি
৫. তাড়াপ
বেল্লে
দেবেন মুনজাল পরিচালিত ক্রাইম কমেডি ফিল্ম।
রাহুল (করণ ডিল), রমেশ ওরফে র্যাম্বো (সাওয়ান্ত সিং প্রেমি) এবং রাজেশ্বর ওরফে রাজু (বিশেষ তিওয়ারি) তিন বন্ধু এবং স্কুলে ব্যাকবেঞ্চার। বাঁদরামি করেই তাদের সময় কাটে। তাদের এক বাঁদরামির অংশ হিসেবে স্কুল প্রিন্সিপাল রাধে শ্যামের (জাকির হুসেন) মেয়ে রিয়ার (আনিয়া সিং) সঙ্গে ঝামেলা বেঁধে যায়। তিন বন্ধুর যেমন বইয়ের চেয়ে বাঁদরামির সম্পর্ক বেশি তেমনি রিয়ারও বইয়ের চেয়ে নাচের সম্পর্কে বেশি। অন্য দিকে নতুন পরিচালক ঋষি সিং (অভয় দেওল) তার অভিষেক ফিলমের কাহিনী তারকা রোহিণীকে (মৌনী রায়) শোনায়। কাহিনীর পরম্পরায় এই ছয়জন মানুষের পথ আর তিন অপরাধীর পথ এক হয়ে যায়। কাহিনী নতুন দিকে মোড় নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।