প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী

মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. ৮৩
২. কোড নেম আবদুল
৩. পুষ্পা : দ্য রাইজ- পার্ট ওয়ান
৪. চণ্ডীগড় কারে আশিকি
৫. তাড়াপ
কোড নেম আবদুল
ঈশ্বর গুন্টুরু পরিচালিত স্পাই থ্রিলার।
মধ্যপ্রাচ্যের কোনও এক দেশ থেকে পরিচালিত হয় আলি পাশার জঙ্গি নেটওয়ার্ক। তার নজর এখন ভারতের ওপর। তার কাছে পৌঁছার জন্য প্রথমে ধরতে হবে তারিক সিকান্দারকে যে সংগঠনের তহবিল সংগ্রাহক। তবে তাকে পাকড়াও করা সহজ কাজ নয়। এজন্য ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ চার দক্ষ এজেন্টকে অ্যাসাইন করে। এরা হল- জনি (আক্কু কুলহারি), স্ট্যালিন ( অশোক চৌধরি), মেহেক (খঅটেরা হাকিমি) এবং অজয় (সুমেন্দ ওয়াংখেড়ে)। তারিককে তথ্যের জন্য জীবিত ধরতে হবে। মিশন চলার সময় তাদের সঙ্গে দেখা হয় সালমার (তানিশা মুখার্জী), সে জানায় তারিক তার বোনের স্বামী। সালশা কি আসলেই যা দাবি করছে তাই?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।