Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

১. কেজিএফ: চ্যাপ্টার টু। ২. গনি। ৩. অ্যাটাক- পার্ট ১।
৪. আরআরআর। ৫. বচ্চন পাণ্ডে


কেজিএফ : চ্যাপ্টার টু
রকি (যশ) গারুডাকে (রামাচন্দ্র রাজু) হত্যা করে কোলার গোল্ড ফিল্ডের (কেজিএফ) দায়িত্ব গ্রহণ করে, যদিও গুরু পান্ডিয়ান (অচ্ছুত কুমার), অ্যানড্রুজ (বিএস অবিনাশ) রাজেন্দ্র দেশাই (লাক্কি লক্ষ্মণ) তার এই অবস্থান মনে নিতে পারেনি। তারা এখনও কেজিএফকে দখল করতে চায়, এদিকে শ্রমিকদের সমর্থনে রকিই টিকে আছে। রকি গারুডার ভাই বিরাটকেও (বিনয় বিদাপ্পা) হত্যা করে, সে অবশ্য কেজিএফ সেনার প্রধান বনরামকে (আয়াপ্পা পি শর্মা) ছেড়ে দেয়। বনরাম এখন কেজিএফের তরুণদের প্রশিক্ষণ দেয়। রকি জানতে পারে কেজিএফে আরও কয়েকটি স্বর্ণের খনি অনাবিষ্কৃত রয়ে গেছে। পাশাপাশি কেজিএফের প্রতিষ্ঠাতা সূর্যবর্ধনের ভাই আধিরা (সঞ্জয় দত্ত) ফিরে আসে প্রতিশোধ নিতে ফিরে এসেছে; সবাই জানত আধিরা আগেই মারা গেছে। সে চালাকি করে কেজিএফের দখল নেয় আর রকিকে গুলি করে। সে রকি যাতে মারা না যায় তা নিশ্চিত করে যাতে তার ক্ষমতা প্রমাণিত হয়। সুস্থ হয়ে ওঠে রকি আর সে জানতে পারে আধিরার লোক কেজিএফ ঘিরে রেখেছে আর কেউই সেখান থেকে বেরোতে পারছে না। এদিকে দুবাই থেকে আরেক গ্যাং কেজিএফে আসে। এদের সবার বিরুদ্ধে রকি কি পারবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড শীর্ষ পাঁচ

১ জুলাই, ২০২২
১০ জুন, ২০২২
৩০ এপ্রিল, ২০২২
১ এপ্রিল, ২০২২
২৫ মার্চ, ২০২২
২০ মার্চ, ২০২২
৪ মার্চ, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২
৬ জানুয়ারি, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২১
৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ