প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. আরআরআর। ২. বচ্চন পাণ্ডে। ৩. দ্য কাশ্মির ফাইলস্।
৪. তুলসিদাস জুনিয়র। ৫. ঝুন্ড
আরআরআর
‘বাহুবলি’ খ্যাত এস এস রাজামৌলি পরিচালিত এপিক পিরিয়ড অ্যাকশন ড্রামা। দুই কিংবদন্তীতুল্য বিপ্লবীর গল্প এটি। ১৯২০ সালের ব্রিটিশ অধিকৃত ভারত। আদিলাবাদ জঙ্গলের দুর্নীতিবাজ ব্রিটিশ কর্মকর্তা স্কট বাক্সটনের (রে স্টিভেনসন) স্ত্রীর গন্ড গোত্রের তরুণী মাল্লিকে (টুইঙ্কল শর্মা) পছন্দ হয় আর তাকে তাদের সঙ্গে দিল্লিতে নিয়ে যায়। এদিকে একই গোত্রের ভীম (জুনিয়র এনটিআর) শপথ নেয় সে তাকে ফিরিয়ে আনবে। সে আখতার পরিচয় নিয়ে দিল্লি যায়। সে মাল্লির হদিস করতে ব্যর্থ হয়। পাশাপাশি রামা রাজু (রাম চরণ) একজন সাহসী পুলিশ কর্মকর্তা। ব্রিটিশরা ভীমের উদ্দেশ্য জানতে পারে, তবে তারা জানে না সে দেখতে কেমন। রামা তাকে খুঁজে বের করার মিশন নেয়। ঘটনাক্রমে সে ভীমের মুখোমুখি হয়ে যায়, তবে চিনতে পারে না এবং তাদের মাঝে গভীর বন্ধুত্ব হয়ে যায়। রামা ভীমকে জেনির (অলিভিয়া মরিস) সঙ্গে ঘনিষ্ঠ হবার সুযোগ করে দেয় যে স্কটের আত্মীয়া। রামা সাপের দংশনের শিকার হলে ভীম তাকে বাঁচায়। এক পর্যায়ে সে জানতে পারে সে যাকে খুঁজছে সে ভীম ছাড়া আর কেউ নয়। এখন বন্ধুত্ব শেষ করে সে কি দায়িত্ব পালন করবে, নাকী এর উল্টোটা? এর উত্তরই কাহিনীর বাকিটা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।