প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. চণ্ডীগড় কারে আশিকি
২. অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
৩. বব বিশ্বাস
৪. সত্যমেব জয়তে ২
৫. সূর্যবংশী
চণ্ডীগড় কারে আশিকি
অভিষেক কাপুর পরিচালিত রোমান্স কমেডি।
মানবীর মুনজাল ওরফে মানু (আয়ুষ্মান খুরানা) একজন ফিটনেস পাগল মানুষ নিজের একটি জিম আছে সে আর একই সঙ্গে সে বডিবল্ডিং করে, আশা স্থানীয় চ্যাম্পিয়ন হবে। চেষ্টা চালিয়ে যায় সে কিন্তু তেমন সাফল্য লাভে ব্যর্থ হয়ে আসছে সে, আর তার জিমেও খুব মানুষের পা পড়ে না। জিমের সাফল্যের জন্য জুম্বা (নাচের মাধ্যমে শরীরচর্চার মাধ্যম) যোগ করে সে। যোগ দেয় মানবী ব্রার (বানি কাপুর)। মানবীর কারণে মানুর জিম সাফল্যের মুখ দেখতে শুরু করে। পাশাপাশি মানু মানবীর প্রেমে পড়ে যায়। তবে মানবীর আরও কিছু ব্যাপার আছে। এদিকে মানুকে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে। শেষ পর্যন্ত তাদের মিল হবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।